টোঙ্গায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কা

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৪:১৮:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : টোঙ্গায় সমুদ্রের ভেতরের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতন শুরু হয়েছে। এ কারণে দেশটির বিভিন্ন অধিকাংশেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। শনিবার এক প্রতিবেদনে টোঙ্গার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, বৃহস্পতিবার সক্রিয় হয়েছে দেশটির আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই। অগ্নুৎপাতের প্রভাবে সাগরে বিপজ্জনক রকমের বড় বড় ঢেউ দেখা দিয়েছে।

এছাড়া আগ্নেয়গিরি জালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছে। রাজধানী নুকুয়ালোফায় গত প্রায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরির ছাই। রাজধানীসহ টোঙ্গাজুড়েই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। দেশটির পুলিশ বাহিনী ইতোমধ্যে রাজধানীবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad