ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

২১তম জন্মদিনে আলিয়ার বাসায় প্রেমিক গ্রেগরি

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৮:০৫:২৫ পিএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা, প্রেম বা যৌনতা―সব বিষয়েই খোলামেলা আলিয়া কশ্যপ। নির্মাতা অনুরাগ কশ্যপের একমাত্র মেয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। আলিয়ার ইউটিউব ভ্লগ নজর কাড়ে সকলের। ২১তম জন্মদিনটা প্রিয়জনদের মাঝেই কাটালেন আলিয়া। আর আলিয়ার এই জন্মদিনটা মনে রাখার মতো করে তুললেন তাঁর মনের মানুষ। 

প্রেমিক শেন গ্রেগরি ও বন্ধুদের সঙ্গে পার্টি করলেন আলিয়া। আর ভ্লগে তাঁকে বলতে শোনা গেল, ‘এখন তো মদ খাওয়া আইনসম্মত।’ হ্যাঁ, ২১ বছর পূর্ণ করে ফেলেছেন তিনি, সুতরাং দেশের আইন মেনে এখন তিনি মদ্যপান করতে পারেন।’ এতে খুশি আলিয়া। জন্মদিন উদযাপন করতে খুব ভালোবাসেন, জানালেন আলিয়া। তিনি বলেন, ‘আমি আমার জন্মদিন খুব ভালোবাসি। কারণ ওটা আমার দিন। কে পছন্দ করেন না বলুন না? যাঁরা নিজেদের জন্মদিন পছন্দ করেন না, সত্যি বলছি আপনারা অদ্ভুত প্রাণী মশাই।’ 

করোনার ফলে মহারাষ্ট্রে নানা প্রতিবন্ধকতা জারি রয়েছে, তাই মন খুলে এই দিনটা উদযাপন করতে পারেননি আলিয়া। অনুরাগকন্যা জানান, ১৬ বছরে পা দেওয়ার পর থেকেই ২১তম জন্মদিনের অপেক্ষায় ছিলেন তিনি। তবে করোনা সব মাটি করে দিয়েছে। মাত্র পাঁচজনকে নিয়েই এই বছর নিজের জন্মদিনের উদযাপন প্ল্যান করেছে তিনি। 

জন্মদিনটা কাদের সঙ্গে কাটালেন আলিয়া? প্রেমিক শেন গ্রেগরি, মা আরতি বাজাজ (ফিল্ম এডিটর), প্রিয় বান্ধবী ইদা (ইমতিয়াজ আলীর মেয়ে) এবং ইদার মা-বাবা। এদিন শ্যাম্পেনের বোতল হাতে উচ্ছ্বাস প্রকাশ করলেন আলিয়া। বলেই দিলেন, ‘জীবনে প্রথমবার আইনসম্মতভাবে আমি অ্যালকোহলে চুমুক দিলাম।’ জন্মদিনের শুভেচ্ছার জন্য ফলোয়ারদের ধন্যবাদ জানাতে ভোলেননি আলিয়া কশ্যপ।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad