ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

দাদাগিরির সেটে ফিরছেন করোনা জয়ী সৌরভ

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ১২:০১:০৯ পিএম

বিনোদন ডেস্ক :  করোনা মুক্ত হয়েছিলেন আগেই, তবে বুধবারই প্রথম বাড়ির বাইরে পা রাখবেন সৌরভ। 
ডিসেম্বরের শেষে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে হাসপাতালেও ভর্তি হতে হতে হয়েছিল। এতে চিন্তায় পড়েছিলেন ভক্তরা। অবশেষে সুখবর, করোনামুক্ত সৌরভ। জানা গেছে বুধবার থেকেই ‘দাদাগিরি’র শ্যুটিং শুরু করছেন তিনি। 

করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তাকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। তার শরীরে বেশ কিছু কো-মর্বিডিটি রয়েছে, সেই কারণেই কোনওরকম কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। এর মাঝে কোভিড রিপোর্ট পজিটিভ আসে প্রাক্তন ভারত অধিনায়কের কন্যা সানারও। বর্তমানে লন্ডনে পড়াশোনা করছেন সানা, ক্রিসমাসের ছুটি কাটাতে নিজ দেশে ফিরেছিলেন তিনি, এরপরেই করোনা পজিটিভ হন।

এরপর সৌরভের পরিবারে পর পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে তার চাচাসহ আরও কয়েকজনের। জানা গেছে, মঙ্গলবার সানার কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad