গত বছরটি আমাকে বদলে দিয়েছে : প্রভা

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ১১:০৭:৪৯ এএম

গত বছরটি আমাকে বদলে দিয়েছে…
এটি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে ঘটনা ঘটতে থাকবে এবং সেগুলো যত মন্দই হোক তাকে গ্রহণ করতে হবে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।
অনেক চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না। আবার যত অঘটনই ঘটুক, যে থাকার সে থাকবেই। আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও আমি গত বছর শিখেছি। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।
গত বছরটি আমার জন্য গেম চেঞ্জার ছিল।

কিউটিভি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:০৭

▎সর্বশেষ

ad