আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি রাখার অভিযোগের মামলায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এর আগে, করোনা পরিস্থিতিতে বিধি ভঙ্গের দায়ে দুই বছরের জন্য দণ্ডিত হন সু চি।
সোমবার (১০ জানুয়ারি) আল জাজিরা জানায়, রাজধানীর নেপিদোতে বিশেষ সেনা আদালত এ রায় দেয়।
তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।
এদিকে, যেখানে সু চির বিচার কাজ চলছে, সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি নেই। এ কারণে সু চির আইনজীবীরাও সংবাদমাধ্যমে কথা বলতে পারছেন না।
প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দি রাখা হয়েছে।
কিউটিভি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪১





