স্পোর্টস ডেস্ক : মধ্যাঞ্চলের শিরোপা জয়ের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশে ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সন টুর্নামেন্ট। ফাইনালে জোড়া সেঞ্চুরি করেছেন শুভাগত হোম চৌধুরী। মধ্যাঞ্চলকে আজ তিনিই জিতিয়েছেন। কিন্তু টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করে যৌথভাবে সেরার পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ মিঠুন এবং জাকির হাসান। ক্রিকেটারদের পুরস্কারমূল্য দেশের ঘরোয়া ক্রিকেটের দুর্দিনের কথাই তুলে ধরে।
প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে ওয়ালটন মধ্যাঞ্চল দলের মিঠুনের ব্যাট থেকে। ৪ ম্যাচে সাত ইনিংসে একটি করে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি এবং ফিফটিতে ৬৬.৮৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪৬৮ রান। এছাড়া চারশ ছাড়ানো সংগ্রহ মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোমের। তিন সেঞ্চুরিতে ১০০ গড়ে তার সংগ্রহ ৪০০ রান। আজ অপরাজিত সেঞ্চুরি করে শুভাগত হোম হয়েছেন ফাইনাল সেরা ক্রিকেটার। পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা।
অন্যদিকে টুর্নামেন্টে ৫ ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৯৯ গড়ে দক্ষিণাঞ্চলের জাকির হাসান করেছেন ৩৯৬ রান। টুর্নামেন্ট সেরা হওয়ায় ১ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন মিঠুন- টুর্নামেন্ট জুড়ে ভালো ব্যাটিংয়ের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন হৃদয়। ৬ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৭৯.৪০ গড়ে তার সংগ্রহ ৩৯৭ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস এসেছে হৃদয়ের ব্যাট থেকে। উল্লেখ্য, শিরোপাজয়ী মধ্যাঞ্চল পেয়েছে ২০ লাখ টাকা। ফাইনালে ৪ উইকেটে হেরে যাওয়া দক্ষিণাঞ্চলের প্রাপ্তি ১০ লাখ টাকা।
কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫