ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

শিবানিকে বিয়ে করছেন ফারহান আখতার

admin | আপডেট: ০৫ জানুয়ারী ২০২২ - ০৫:০৮:২১ পিএম

বিনোদন ডেস্ক : ফারহান আখতার অনেক দিন থেকেই শিবানি ডাণ্ডেকরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। বিয়ের পরিকল্পনা করছেন তারা। জানা গেছে, আগামী মার্চে বিয়ের পিঁড়িতে বসবেন ফারহান ও শিবানি। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। করোনা মহামারির কারণে স্বল্প পরিসরে তাদের বিয়ে হবে। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ফারহান ও শিবানি চেয়েছিলেন মার্চে মুম্বাইয়ে জাঁকজমকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। কিন্তু করোনার কারণে পরিস্থিতি খারাপ হওয়ায় এখন ছোট পরিসরে বিয়ের আয়োজন করবেন। এখন শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা বিয়েতে উপস্থিত হবেন।’

সূত্রটি জানায়, ফারহান ও শিবানি একসঙ্গে থাকছেন। তাই মহামারির কারণে আর বিয়ে পেছাতে চাইছেন না তারা। ইতোমধ্যে একটি পাঁচ তারা হোটেল বুক করা হয়েছে। বিয়েতে প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরবেন এই জুটি। ২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ‘রক অন’ অভিনেতা। ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও তার পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি ‘আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়ালিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।

 

কিউটিভি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

▎সর্বশেষ

ad