ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

আফগানিস্তান থেকে পালানো নিয়ে গনির জবাব দিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৬:২৭:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেছেন, প্রেসিডেন্ট গনির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। গত বছরের ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের মুহূর্তে আশরাফ গনি দেশত্যাগ করেন। সে ঘটনা সম্পর্কে এই প্রথম মুখ খুললেন ক্ষমতাচ্যুত গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদি আশরাফ গনির এমন বক্তব্যের জবাব দিয়েছেন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমে এক নিবন্ধে তিনি লিখেছেন, ১৫ আগস্ট বেলা ২টার পর তিনি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পরপর তিনটি হেলিকপ্টার উড়তে দেখেন। তবে তিনি ভেবেছিলেন এটি রুটিন কাজের অংশ। কিন্তু এরপর চতুর্থ হেলিকপ্টারটি উড়ে যাওয়ার পর সেনা সদরদপ্তর থেকে তাকে জানানো হয়, এগুলোর একটিতে প্রেসিডেন্ট গনি আছেন এবং চারটি হেলিকপ্টারই উজবেকিস্তানের দিকে পালিয়ে গেছে।

সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট আকাশে ওড়ার আগ পর্যন্ত তিনি এ ব্যাপারে কিছুই জানতে পারেননি এবং আশরাফ গনি এ সম্পর্কে তার সঙ্গে কোনো শলাপরামর্শ করেননি। এর আগে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদি ওই দিন সকালে প্রেসিডেন্টকে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিলেন; কিন্তু বেশিরভাগ মন্ত্রী বৈঠকে বসতে অস্বীকৃতি জানানোর কারণে তা অনুষ্ঠিত হয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গনি সরকারের পতন সম্পর্কে সবচেয়ে খারাপ যে ভবিষ্যদ্বাণী করেছিল তাতেও ১৫ আগস্টের মধ্যে এই সরকারের পতনের আশঙ্কা করা হয়নি। তালেবান নিজেরাও এত দ্রুত কাবুল দখলের প্রত্যাশা করেনি।

তালেবানদের ক্ষমতা দখলের সময় কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে সমালোচিত হন গনি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সমালোচনা রয়েছে যে গনি লাখ লাখ ডলার নিয়েছেন তালেবানদের কাছ থেকে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেন, গনির দেশ ছাড়ার ঘটনা খুবই লজ্জাকর।

 

 

কিউটিভি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

▎সর্বশেষ

ad