ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ০৩:২৬:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ওপর নিরাপত্তা বাহিনীর ভয়াবহ দমন-পীড়নের প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। 

বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর শহর লস অ্যাঞ্জেলেসে সিটি হলের সামনে কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন। একই দিনে নিউইয়র্কেও কয়েক শ মানুষ সংহতি সমাবেশে যোগ দিয়ে ইরানি সরকারের বিরুদ্ধে ‘গণহত্যা’ ও রাষ্ট্রীয় ‘সন্ত্রাস’-এর মতো গুরুতর অভিযোগ তোলেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

লস অ্যাঞ্জেলেসের মিছিলে অংশ নেওয়া ৬৫ বছর বয়সী আইনজীবী আলি পারভানেহ বলেন যে নিজের জনগণের ওপর এমন নির্বিচার হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। সমাবেশে অনেক বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ক্ষমতাচ্যুতির দাবি জানান এবং নির্বাসিত রেজা পাহলভির সমর্থনে স্লোগান দেন।

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর সাম্প্রতিক এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান ছিল কিছুটা মিশ্র। তিনি প্রথমে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও পরে ইরানি কর্তৃপক্ষের কিছু আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন। তবে বিক্ষোভকারীরা মনে করেন, কেবল মৌখিক সমর্থন নয়, বরং দমন-পীড়ন বন্ধে যুক্তরাষ্ট্রের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে ইরানে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে। 

তবে গত ৮ জানুয়ারি থেকে দেশটিতে ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

 

আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad