দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

Mohon | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৩:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ের কারণে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকা সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। খবর এএফপির কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও ঝড়ে দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ গৃহহীন হয়েছেন।

এরপরই দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান এলিয়াস সিথোলে বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেন। এই বন্যার রেশ পড়েছে প্রতিবেশী দেশ মোজাম্বিকেও। সেখানকার নদীর পানি উপচে পড়ে অনেক এলাকায় পুরো বসতি তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

এসময়ে মানবেতর জীবনযাপন করছেন দেশটির নাগরিকেরা। মোজাম্বিকের গাজা প্রদেশের বাসিন্দা চাউনা মাকুয়াকুয়া এএফপিকে জানান, তার ভাবি চার দিন ধরে ছাদের ওপর আটকে ছিলেন। সেখানেই তিনি সন্তান জন্ম দেন। কিন্তু এখনো মা ও নবজাতক কোনো সহায়তা পাননি। মোজাম্বিক সরকারের তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। তবে নিখোঁজের সংখ্যা বেশি থাকায় মৃতের সংখ্যাও বাড়ার আশঙ্কা রয়েছে। 

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা সরকার মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে উদ্ধারকাজে সহায়তার জন্য উদ্ধারকারী দল পাঠিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, উদ্ধারকাজ বিলম্বিত হওয়ায় আগামী ঘণ্টাগুলোতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 

কুইক টিভি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৫২

▎সর্বশেষ

ad