অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের দলে নতুন ২ মুখ

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৬ - ০৩:২১:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে জায়গা পেয়েছেন অভিষেক না হওয়া মাহলি বিয়ার্ডম্যান ও জ্যাক এডওয়ার্ডস। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা মাত্র ১০ জন এই সিরিজে খেলবেন। নাথান এলিস, টিম ডেভিড, জশ হেইজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স পাকিস্তান সফরে নেই। তারা ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। তাদের কাজের চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

জ্যাক এডওয়ার্ডস চলমান বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ১৫টি উইকেট নিয়েছেন। ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান পার্থ স্কর্চার্সের হয়ে নিয়েছেন ৮টি উইকেট। দুজনই ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন। এই দলে আরও ফিরেছেন শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, মিচ ওয়েন, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন। দলকে আবারও নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। বিগ ব্যাশের ফাইনালে থাকা খেলোয়াড়রা ঘরোয়া দায়িত্ব শেষ করে দলে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘এই সিরিজটি দলে ঢোকার কাছাকাছি থাকা খেলোয়াড় ও তরুণদের জন্য দারুণ সুযোগ। পাকিস্তানে বিশ্বকাপ দলের সঙ্গে থেকে তারা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পাবে’। তিনি আরও বলেন, ‘কিছু খেলোয়াড় আগেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। মাহলি বিয়ার্ডম্যান আগেও দলে ছিল। জ্যাক এডওয়ার্ডস গত বছর সিডনিতে ভারতের বিপক্ষে একদিনের দলে যোগ দিয়েছিল’।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: 

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

 

আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০

▎সর্বশেষ

ad