
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের বিরোধিতা করছে তুরস্ক। ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তুরস্কের পক্ষ থেকে বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া জানানো হলো।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপক্ষে। আমরা বিশ্বাস করি, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করা উচিত।’
তিনি আরো বলেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এ সংকটকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ হিসেবে দেখা ঠিক হবে না।
অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/সকাল ৯:১৮





