নেইমারের প্রাক্তনের প্রেমে মজেছেন শন মেন্ডেজ

Ayesha Siddika | আপডেট: ০৯ জানুয়ারী ২০২৬ - ০৮:২০:২০ পিএম

ডেস্ক নিউজ : কানাডিয়ান সংগীতশিল্পী শন মেন্ডেজ এবার তার নতুন প্রেমের খবর প্রকাশ্যে আনলেন। সম্প্রতি এই গায়ককে লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে। বিষয়টি সংবাদের শিরোনাম হওয়ার পরই মেন্ডেজ তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত করেছেন।  এর মধ্য দিয়ে অবশেষে তাদের সম্পর্ক নিয়ে চলমান কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটল।

ই! নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় এই জুটিকে একাধিকবার একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়।  সেখানে তারা দুজনেই ছিলেন স্বাচ্ছন্দ্য ও প্রফুল্ল। কিছু কিছু সময়ে গায়ককে অভিনেত্রীর পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়। গত ডিসেম্বরে ‘স্টিচেস’ খ্যাত গায়ক ও ‘ব্লু  বিটল’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রথম সামনে আসে।  সেসময়ে তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে মেন্ডেজের সম্পর্কের খবর প্রকাশের পর এটিই তার প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অভিনেত্রী ব্রুনা মারকুইজিন তার অভিনয়ের থেকেও বেশি পরিচিত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সম্পর্কের কারণে। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ব্রাজিলিয়ান ব্রুনা। ২০১৪ সালে তাদের প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। তবে সেই ফাটল ধরা প্রেমে ফের জোড়াও লেগে যায়। কিন্তু চারবছর একসঙ্গে থাকার পর তারা ঠিক করেন আলাদা হয়ে যাবেন। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

 

 

আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৩

▎সর্বশেষ

ad