
আন্তর্জাতিক ডেস্ক : একইসঙ্গে ট্রাম্প প্রশাসন চায়, ভেনেজুয়েলা তেল উৎপাদনে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদার হোক এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির সময় আমেরিকার পক্ষে থাকুক, সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে বহিষ্কার করার পর ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। ডেলসি রদ্রিগেজ তখন থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও ট্রাম্প দাবি করেছেন যে, তিনিই দক্ষিণ আমেরিকার দেশটিকে নিয়ন্ত্রণ করছেন।
এবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নতুন নেতৃত্বকে বলেছে, তাদের নিজস্ব মজুদ থেকে তেল উত্তোলনের অনুমতি দেয়া হবে তখন, যখন তারা তার শর্ত মেনে চলবে।
ট্রাম্পের কথা অনুযায়ী প্রথমত, ভেনেজুয়েলাকে চীন, রাশিয়া, ইরান এবং কিউবাকে বহিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলাকে তেল উৎপাদনে একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্ব করতে এবং ভারী অপরিশোধিত তেল বিক্রির ক্ষেত্রে আমেরিকার পক্ষ নিতে সম্মত হতে হবে। সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
চীন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ এবং এর বৃহত্তম তেল ক্রেতা। এবিসি নিউজের সাথে আলাপকালে, সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকারও নিশ্চিত করেছেন যে আমেরিকার পরিকল্পনা ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল।
তাছাড়া, ট্রাম্প আরও দাবি করেছেন যে, ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ’ বাজার মূল্যে বিক্রি করার জন্য ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করবে।
সূত্র: এনডিটিভি
আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৮





