কানাডায় উড্ডয়নের আগ মুহূর্তে মদ্যপ পাইলটকে নামিয়ে দেওয়া হলো

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৫:৫২:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আইপিএল ইস্যুতে বিদেশি অতিথিদের নিরাপত্তা দিতে ভারত প্রশাসন যখন প্রশ্নের মুখে, ঠিক তখনই অপেশাদারত্বের আরেকটি নজিরবিহীন কাণ্ড ঘটালো ভারতীয় এয়ারলাইন্স কর্তৃপক্ষের ফ্লাইট ‘এয়ার ইন্ডিয়া’। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লিগামী এআই-১৮৬ ফ্লাইটের এক পাইলটকে মদ পানের অভিযোগে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বরাতে জানায়, ভ্যাঙ্কুভার বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানের এক কর্মী ওই পাইলটের মুখে মদের গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে জানায়। কানাডিয়ান পুলিশ  উড্ডয়নের আগে ওই পাইলটের শরীরে দুটি ব্রেথলাইজার টেস্ট করলে অ্যালকোহলের উপস্থিতি পান। মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় তাকে ডিউটির জন্য ‘অনুপযুক্ত’ বলে উড্ডয়ন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

কানাডার নিয়ম অনুযায়ী, উড্ডয়নের ১২ ঘণ্টা আগে কোনো পাইলট বা ক্রু সদস্য মদপান করতে পারেন না। ফ্লাইটটি শেষ মুহূর্তে বিলম্বিত হয় এবং বিকল্প পাইলট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়। কানাডার পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রান্সপোর্ট কানাডা’ ঘটনাটিকে ‘গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করে এয়ার ইন্ডিয়াকে তদন্তের নির্দেশ দেয়। ট্রান্সপোর্ট কানাডা এয়ার ইন্ডিয়াকে পাঠানো চিঠিতে জানিয়েছে, অভিযুক্ত পাইলট এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এয়ার ইন্ডিয়া তাদের নিরাপত্তা মান নিয়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে। গত বছরের ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়। সম্প্রতি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়ার চারজন পাইলটকে শোকজ করেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ও সিস্টেম ডাউন থাকার খবর আগে থেকে জানা সত্ত্বেও তারা ফ্লাইট পরিচালনা করতে রাজি হয়েছিলেন। আগামী ২৬ জানুয়ারির  মধ্যে ট্রান্সপোর্ট কানাডা এয়ার ইন্ডিয়ার কাছে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চেয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন ঘটনা রোধে গৃহীত পদক্ষেপের বিস্তারিত জানতে চেয়েছে।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৫২

▎সর্বশেষ

ad