ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’র কড়া সমালোচনা বার্নি স্যান্ডার্সের

Mohon | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৬ - ১২:৪৬:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’-এর কড়া সমালোচনা করেছেন বার্নি স্যান্ডার্স। বামপন্থি স্বতন্ত্র এই সিনেটর বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব—কোনোটাকেই আর নিরাপদ রাখবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও লেখেন, ‘আন্তর্জাতিক আইনের এই নির্লজ্জ লঙ্ঘন পৃথিবীর যে কোনো দেশকে অন্য কোনো দেশে হামলা চালাতে, তাদের সম্পদ দখল করতে কিংবা সরকার পরিবর্তনের চেষ্টা করতে সবুজ সংকেত দিচ্ছে।’

স্যান্ডার্স ট্রাম্পের এই পদক্ষেপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের সঙ্গেও তুলনা করেন। তিনি বলেন, ‘ইউক্রেনের ওপর নির্মম হামলার পক্ষে সাফাই গাইতে পুতিন ঠিক এই ভয়াবহ যুক্তিই ব্যবহার করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কোনো ভুল ধারণার সুযোগ নেই—এটাই নগ্ন সাম্রাজ্যবাদ। এটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর কথা মনে করিয়ে দেয়, যার ভয়াবহ উত্তরাধিকার আজও রয়ে গেছে। গণতান্ত্রিক বিশ্ব এই কাজের নিন্দা করবে এবং করা উচিত।’এর আগে শুক্রবার  (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে  আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

 

 

 

কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৪৬

 

▎সর্বশেষ

ad