স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ - ০২:২৭:৫১ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তরিকুলের এক পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নিতে এসেছেন তিনি। 

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে। এ সময় তরিকুল বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি। সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।’ জানা গেছে, তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায়। মির্জা ফখরুল তার প্রতিবেশী বলেও জানান তিনি।

তরিকুল আরও জানান, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে ভর দিয়েই। তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তার সম্পর্কে।

 

আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৩

▎সর্বশেষ

ad