
ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় দুর্ঘটনায় তরিকুলের এক পা ভেঙে গেছে। সেই ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে জানাজায় অংশ নিতে এসেছেন তিনি।
তরিকুল আরও জানান, মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়। এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে ভর দিয়েই। তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাকে যারাই রাস্তায় দেখছেন একটু দাঁড়াচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন তার সম্পর্কে।
আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২৩

