এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা মওলানা ভাসানীর নাতির

Mohon | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ - ১১:৫২:৩২ এএম

রাজনীতি ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামায়াতের সঙ্গে জোট করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)—এমন খবর চাউর হওয়ার পর বেশ কয়েকজন পদধারী নেতা এনসিপি থেকে পদত্যাগ করেন। গতকাল রবিবার জোট ঘোষণার পর আরো কয়েকজন পদত্যাগ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন এনসিপির কৃষক উইং এর প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

তিনি বলেন, ‘এনসিপির সঙ্গে আমার এই স্বল্পকালীন পথচলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তারুণ্যের অভিযাত্রী দলটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে তারা যেন সঠিক পথ খুঁজে পায় এই প্রত্যাশাই থাকল।’

আজাদ খান ভাসানী কালের কণ্ঠকে বলেন, ‘ভেবে চিন্তে আদর্শিক জায়গা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন যাবত অবজারভ করছিলাম। তাদের জন্য শুভ কামনা রইলো।’ উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর এনসিপির কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল আজাদ খান ভাসানীকে।

 

 

কুইক টিভি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / সকাল ১১:৫২

▎সর্বশেষ

ad