ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

Anima Rakhi | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ১০:২২:২৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে রাশিয়ার ওপর। সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, মস্কোর ওপর আরও ছয় মাস নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে।

রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞা ২০১৪ সালে প্রথম চালু হলেও ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে আরোপিত হয়ে আসছে নিষেধাজ্ঞাগুলো। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থ, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত-ব্যবহারের পণ্য, শিল্প, পরিবহন এবং বিলাসবহুল পণ্য।

নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে, রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর ও স্থানান্তরে নিষেধাজ্ঞা, সুইফ্ট আর্থিক ব্যবস্থা থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে অপসারণ এবং ইইউতে ক্রেমলিন-সমর্থিত ডিসইনফরমেশন আউটলেটের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্স স্থগিত করা। বিবৃতিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের অবৈধ পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে চলবে, ততদিন ইইউয়ের আরোপিত সমস্ত ব্যবস্থা বলবৎ রাখা হবে এবং অতিরিক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে প্রয়োজনে। সূত্র: আনাদোলু 

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:০৫

▎সর্বশেষ

ad