
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের সঙ্গে আলোচনায় বসতে তার দলকে বাধা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও জনসংযোগ উপদেষ্টা রানা সানাউল্লাহ। শুক্রবার সামা টিভির অনুষ্ঠান ‘মেরে সাওয়াল উইথ আবসার আলম’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ফয়েজ হামিদের জড়িত থাকার সম্ভাবনা স্পষ্ট। তিনি জড়িত থাকলে মামলাটি সামরিক আদালতে যাবে। পিটিআই প্রতিষ্ঠাতা দীর্ঘ মার্চ ও ৯ মে’র ঘটনা পরিচালনা করেছেন—যদি তারা জড়িত না থাকেন, তাহলে কে জড়িত, প্রশ্ন রাখেন রানা সানাউল্লাহ।
ফয়েজ হামিদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি সেনাপ্রধান হতে চেয়েছিলেন এবং কিছু বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। তার মূল্যায়নে, দীর্ঘ মার্চ ও ৯ মে’র ঘটনায় ফয়েজ হামিদ কার্যকর ভূমিকা পালন করেছেন।
জমিয়তে উলামা-ই-ইসলাম (ফজল) প্রধান মাওলানা ফজলুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি সরকারের পরামর্শে নাও নিতে পারেন। মাওলানা ফজলুর রহমান নিজের সিদ্ধান্ত নিজেই নেন।
রানা সানাউল্লাহ আরও বলেন, শাহ মাহমুদ কুরেশি আলোচনা এগিয়ে নিতে পারেন; সরকার এতে কোনো বাধা দেয়নি। পিটিআই নেতারা আলোচনা চাওয়ার কথা বললেও প্রধানমন্ত্রী নিজেও পিটিআইকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। স্পিকারও আলোচনা আয়োজনের চেষ্টা করেছেন বলে জানান তিনি।
আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৩৩






