ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আইপিএল মিনি অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, তালিকায় সাকিবও

Mohon | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ১২:৪০:২৯ পিএম

নিউজ ডেক্স : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামে অংশ নিতে ইতিমধ্যে নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয় মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে জায়গা পাওয়া তারকা পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে নিলামের ১৩ পৃষ্ঠার এই নথিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বহু তারকা এবার নিলামে থাকছেন।

আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথ। নাম তুলেছেন জশ ইংলিসও, যদিও বিয়ের কারণে তার অংশগ্রহণ নিয়ে সংশয় আছে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি স্মিথ, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো তারকারাও রয়েছেন তালিকায়। তবে অবাক করা বিষয়, পাঞ্জাব কিংস থেকে রিলিজ হওয়া গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই নথিতে। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, কে. এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, উমেশ যাদবসহ অনেকেই আছেন শীর্ষ ব্র্যাকেটে।

মুস্তাফিজসহ মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন এই ২ কোটি রুপি ক্যাটাগরিতে। তাদের মধ্যে আছেন গ্রিন, স্টিভ স্মিথ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, পাঠিরানা, থিকশানা ও হাসারাঙ্গা। ১৫ নভেম্বর পর্যন্ত রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন করেছে আইপিএলের ১০টি দল। এবার নিলামে দলগুলোর হাতে রয়েছে মোট ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয়ের সুযোগ। ১৪ দেশের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এবারের মিনি অকশনে।

 

 

কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১২:৪০

▎সর্বশেষ

ad