নিউজ ডেক্স : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিলামে অংশ নিতে ইতিমধ্যে নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশি ক্রিকেটার। তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইপিএলে নয় মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে শীর্ষ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে জায়গা পাওয়া তারকা পেসার মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ১৩৫৫ জন খেলোয়াড়ের নাম রয়েছে নিলামের ১৩ পৃষ্ঠার এই নথিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বহু তারকা এবার নিলামে থাকছেন।
আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথ। নাম তুলেছেন জশ ইংলিসও, যদিও বিয়ের কারণে তার অংশগ্রহণ নিয়ে সংশয় আছে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও জেমি স্মিথ, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো তারকারাও রয়েছেন তালিকায়। তবে অবাক করা বিষয়, পাঞ্জাব কিংস থেকে রিলিজ হওয়া গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই নথিতে। ভারতীয়দের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, কে. এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণোই, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, উমেশ যাদবসহ অনেকেই আছেন শীর্ষ ব্র্যাকেটে।







