নিউজ ডেক্স : দুঃসময় যেন কিছুতেই কাটছে না শেফিল্ড ওয়েন্সডের। আবারও বড় ধরনের শাস্তির মুখে পড়ল ইংলিশ ফুটবল ক্লাবটি। বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এবার আরও ৬ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। এতে করে চলতি চ্যাম্পিয়নশিপে তলানিতে থাকা দলটির পয়েন্ট নেমে এসেছে ঋণাত্মক পর্যায়ে (-১০)। পয়েন্ট টেবিলের নিরাপদ অবস্থান থেকে এখন তাদের পিছিয়ে পড়ার ব্যবধান ২৭ পয়েন্ট—অবনমন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। বিবিসি রেডিও শেফিল্ড জানিয়েছে, গত মার্চ, মে ও জুন মাসে খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে না পারায় ইএফএল এই কঠোর সিদ্ধান্ত নেয়। এর আগে গত অক্টোবরে শেফিল্ড ওয়েন্সডের ১২ পয়েন্ট কাটা হয়েছিল আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য।

শুধু ক্লাবই নয়, শাস্তির হাত থেকে বাঁচেননি ক্লাবটির সাবেক মালিক দেইফন সানসিরিকও। থাই এই ব্যবসায়ীকে আগামী তিন বছর কোনো ফুটবল ক্লাবের মালিকানা বা পরিচালনায় যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। মাঠের পারফরম্যান্সও প্রতিফলিত হয়েছে ক্লাবের এই সংকটে। চলতি মৌসুমে ১৮ ম্যাচে মাত্র এক জয়, সঙ্গে পাঁচ ড্র—মোট পয়েন্ট মাত্র ৮। কিন্তু বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্তে কাটা গেছে ১৮ পয়েন্ট, ফলে অবনমন অনেকটা নিশ্চিত ঐতিহ্যবাহী ক্লাবটির। বর্তমানে একই লিগে ১৮ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে ১৬ তম স্থানে আছে হামজার দল লেস্টার সিটি।
কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১২:২০






