ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

রিয়াল মাদ্রিদ কোচের চাকরি নিয়ে শঙ্কা, আস্থা নেই খেলোয়াড়দের

Mohon | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ১২:১০:৪১ পিএম

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সম্ভবত সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন জাবি আলোনসো। মাঠে কাঙ্ক্ষিত জয় নেই, তার ওপর দলেই নাকি তৈরি হয়েছে বিদ্রোহের সুর! সব মিলিয়ে নানা জটিলতা ঘিরে ধরেছে রিয়ালের সাবেক ফুটবলারের কোচিং–অধ্যায়। লিগে টানা তিন ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোস। সবশেষ পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে জয় মাত্র একটি! ফলে বেশ এগিয়ে থেকেও শীর্ষস্থান হাতছাড়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। এই ছন্দহীনতার মধ্যে লা লিগায় আগামীকাল বুধবার রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা রীতিমতো জাবির জন্য ‘মাস্ট–উইন’।

প্রতিপক্ষের মাঠ সান মামেসে আগের দেখায় ২–১ গোলে হেরেছিল ভিনিসিয়ুস–এমবাপ্পেরা। আর এবার ইতিবাচক ফলের দেখা না পেলে চাকরি নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারেন জাবি। এদিকে, বিলবাওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে আলোনসো এটিকে জয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা অ্যাওয়ে ম্যাচে জয়ের আদর্শ সময়। মৌসুম এখনো লম্বা, ওঠানামা চলবে। বিলবাওয়ে আমাদের জয় গুরুত্বপূর্ণ এবং আমরা তা চাই।’ মাঠে অনিয়মিত পারফরম্যান্সের ছায়া পড়েছে ড্রেসিংরুমেও। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকসের বিপক্ষে জয়ের আগে শোনা গিয়েছিল, রিয়ালের কয়েকজন খেলোয়াড় নাকি কোচের কাজের ধরনে সন্তুষ্ট নন।

অ্যাওয়ে জয়ে সেই গুঞ্জন কিছুটা থামলেও লিগে ড্র করতেই আবারও বাড়তে শুরু করেছে চাপ। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক–এর প্রতিবেদনে বলা হয়েছে, এখনও কিছু খেলোয়াড় জাবির কৌশল ও কোচিং–পদ্ধতিতে আস্থা পাচ্ছেন না। ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাবি
এখন ‘অত্যন্ত কঠিন পরিস্থিতি’র মধ্য দিয়ে যাচ্ছেন, এবং ক্লাবের উচ্চপদস্থরা দ্রুতই ইতিবাচক ফল চান। অবস্থা এমন যে, ক্লাবের ভেতরে সাম্প্রতিক পারফরম্যান্সকে কেউ কেউ ‘একটি বিপর্যয়’ বলেই অভিহিত করছেন। ফলে রিয়ালের পরের কয়েকটি ম্যাচ শুধু পয়েন্ট তালিকার লড়াই নয়, বরং কোচের ভবিষ্যত–নির্ধারণী পরীক্ষা। জাবির অধীনে মৌসুমের শুরুটা ছিল দুর্দান্ত—প্রথম ১১ ম্যাচে ১০ জয় পেয়ে শিরোপার দৌড়ে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু সময় গড়াতেই ছবির উল্টো পিঠ দেখা শুরু হয়েছে, আর তাতেই বাড়ছে সমালোচনা ও চাপ।

 

 

কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১২:১০

 

 

▎সর্বশেষ

ad