শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

khurshed | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৪:৩৯:১১ পিএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। পরিচালক রায়হান রাফী নির্মিত এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসছে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি। 

এদিকে শনিবার মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার, যা প্রকাশের সাথে সাথেই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। মাত্র ৪২ সেকেন্ডের টিজারটিতে প্রেম-বিরহ দুইয়েরই আভাস পাওয়া যায়। টিজারের শুরুতেই দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শুভ তার প্রেমিকা ঐশীকে হারিয়ে পাগলপ্রায়। অন্ধকারে বিধ্বস্ত ও দিশেহারা শুভর কিছু দৃশ্যের পরই ফ্ল্যাশব্যাকে আসে তাদের গভীর ভালোবাসার রোম্যান্টিক মুহূর্তগুলো।

 

 

খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad