
ডেস্ক নিউজ : শনিবার (২৯ নভেম্বর) চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ন্যায়ভিত্তিক অর্থনীতির মাধ্যমে বৈষম্য দূর করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে উদ্যোগ নেয়নি এই সরকার। ফলে আগামী সরকারের সময় অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।
এনসিপি আহ্বায়ক বলেন, মাফিয়া ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আমলা মিলে দুর্নীতির চক্র গড়ে উঠে। নির্বাচনে কালো টাকা বন্ধ না করা গেলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি দূর করা সম্ভব নয়। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা শুধু নয়, সামাজিক স্থিতিশীলতা লাগবে। ফ্যাসিবাদের উত্থান ঘটলে বিদেশি বিনিয়োগ আসবে না। ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নির্বাচনটা সুষ্ঠুভাবে করা। না হলে অস্থিতিশীলতা থেকে যাবে’, যোগ করেন এনসিপির এ শীর্ষ নেতা।
খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২২






