খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যা বললেন ডাকসু ভিপি

Mohon | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ১১:৫৮:০৯ এএম

নিউজ ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। বাংলাদেশকে আধিপত্যবাদী থাবা থেকে রক্ষা করতে বেগম জিয়ার মতো দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন এখনো বিদ্যমান।

তিনি আরও প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন—এই দোয়া করি। উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

 

 

কুইক টি ভি/মহন/২৯ নভেম্বর ২০২৫/সকাল ১১:৫৪

▎সর্বশেষ

ad