ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য, ডিএসপি দীপ্তি শর্মাকে পুলিশের অভিনন্দন

Anima Rakhi | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ১০:১৩:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ঠিক যেন ২০১১ বিশ্বকাপের পুনর্মঞ্চায়ন। সেবার ভারত ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জয় করে। ওই বিশ্বকাপেও এক দুরন্ত অলরাউন্ডার বাজিমাত করেছিলেন। সেবারের নায়ক ছিলেন যুবরাজ সিং, এবার দীপ্তি শর্মা। দুজনেই ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার।

ডিএসপি, ভারতীয় ক্রিকেটে এই পদ নিয়ে প্রচুর চর্চা হয়। কারণ মোহাম্মদ সিরাজও পুলিশে এই পদেই দায়িত্বে রয়েছেন। কিন্তু তিনি ছাড়াও আরেকজন ক্রিকেটার ডিএসপি পদে রয়েছেন তিনি দীপ্তি শর্মা।

এবার বিশ্বকাপে দীপ্তির দাপুটে পারফরম্যান্স সবার নজর কেড়েছে। নারী বিশ্বকাপ জিতেছে ভারত। আর তারপর দীপ্তি শর্মাকে খুঁজতে নেমেছেন অনেক ক্রিকেট সমর্থক। ফাইনালের নায়ক তিনি। ৫৮ রান, তার সঙ্গে ৫ উইকেট। একেই হয়তো বলে চ্যাম্পিয়ন্স লাক! তিনি ফাইনালে নামলেন, আর যেন জয় করলেন।

দীপ্তি শর্মা কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন পশ্চিমবঙ্গের হয়েই। উত্তরপ্রদেশের মেয়ে হলেও দীপ্তি ২০১৮ সাল থেকে খেলেন পশ্চিমবঙ্গের হয়ে। গত বছর উত্তরপ্রদেশ সরকার তাকে পুলিশের ডিএসপি পদে চাকরি দেয়। ২০২৪ সালেই পশ্চিমবঙ্গ ছেড়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন তিনি।

দীপ্তি আগ্রার মেয়ে। বাবা ও মা দুজনেই সরকারী চাকরি করেন। বাবা রেলেওয়েতে কাজ করেন, মা শিক্ষিকা। ৯ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। বিশ্বকাপে ২০০ প্লাস রান, ২২টি উইকেট আছে তার নামের পাশে। 

অনিমা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:১৩

▎সর্বশেষ

ad