
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের আগামীকাল ১৩ অক্টোবর, সোমবার থেকে মুক্তি দেওয়া শুরু করবে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানান, জীবিতদের পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করবে হামাস। এর পাশাপাশি কারাগারে বন্দি ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে গোটা প্রক্রিয়াটি একদিনে না কি ধাপে ধাপে কয়েক দিনে ঘটবে, তা এখনও স্পষ্ট নয়।
গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের মন্ত্রিসভা।
হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার।
আন্তর্জাতিক বেশ কয়েকটি উদ্যেগ ব্যর্থ হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
সূত্র : দ্য গার্ডিয়ান
রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ২:৩০