
লাইফ ষ্টাইল ডেস্ক : যেকোনো ধরনের ব্যায়ামের পর আমাদের শরীরে ঘাম হয় ও ক্লান্তি আসে। তখন স্বাভাবিকভাবেই অনেকের খুব পিপাসা পায়। ফলে ব্যায়াম শেষ করেই অনেকেই বোতলভর্তি পানি একসঙ্গে পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক নয়।
‘পাবমেড সেন্ট্রাল’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, শরীরচর্চার পরপরই বেশি জল খেলে হজমের সমস্যা বাড়ে। দেখা দিতে পারে পেটফাঁপা ও বদহজম।
এ সময় পানি পান করলে শ্বাসনালিতে ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি এতে হজমের রস পাতলা হয়ে যায়, ফলে খাবার হজমে অসুবিধা হয়। শুধু পানি নয়, শরীরচর্চার পরপরই যেকোনো খাবার খাওয়ার ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে। খাবার খেলে তার পুষ্টিগুণও ঠিকমতো শোষিত হয় না।
কতক্ষণ পর পানি পান করা নিরাপদ?
শরীরচর্চার পর মানা উচিত আরো কিছু নিয়ম
হালকা খাবার খান : ব্যায়ামের ১৫-২০ মিনিট পর ওটস, কলা, বাদাম, পিনাট বাটার ইত্যাদি হালকা খাবার খেতে পারেন।
ভারী খাবার খেতে হলে অন্তত ২ ঘণ্টা অপেক্ষা করুন এবং সেই খাবারে প্রোটিন রাখুন। হাইড্রেশনে যত্ন নিন : পানি ছাড়াও ডাবের পানি, লেবুর পানি বা হালকা স্মুদি খেতে পারেন শরীরকে ঠাণ্ডা ও হাইড্রেট রাখতে।
পানি ধীরে পান করুন : খুব পিপাসা পেলেও ঢকঢক করে পানি পান না করে ধীরে ধীরে পান করুন।
শরীরচর্চা করার পর শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন। একটু ধৈর্য রাখলে হজম, হাইড্রেশন ও পুষ্টি শোষণের প্রক্রিয়া আরো ভালোভাবে কাজ করবে।
সূত্র : এই সময়
রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:৫০