ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাভার সহ ৫টি উপজেলাকে আধুনিক নগরের প্লান শুরু করা হবে-ঢাকা জেলা প্রশাসক 

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৫:৪৪:২০ পিএম
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার সহ ৫টি উপজেলাকে আধুনিক নগরের প্লান সামনের দিনগুলিতে শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। আজ দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী দেবী দূর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভিতরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন প্ল্যান করে ঢাকা শহরকে ডেভেলপ করছে। যাতে এই প্ল্যানের মাধ্যমে সাভার, কেরানীগঞ্জ ধামরাই নবাবগঞ্জ দোহার এই সমস্ত উপজেলাতে গুণগত মানের উন্নয়ন হবে এবং এই সমস্ত এলাকার জীবনমানের উন্নয়ন ঘটবে। এইজন্য আমরা ইতিমধ্যে এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে ওয়ার্ড সভা শুরু করেছি।
তিনি এয়োও বলেন, মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবেই। এটা হচ্ছে আধুনিক রিপাবলিগের গণতন্ত্রের সৌন্দর্য। একটি মানুষের মতের সাথে ধর্মের সাথে ভিন্নতা থাকবে। এই যে মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা, পথের ভিন্নতা, রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই। কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন প্রোগ্রামগুলো আছে যেমন মুসলমানদের ঈদ আসে, হিন্দু সম্প্রদায়ের পূজা আসে। বিশেষ করে এইসব প্রোগ্রামগুলোতে সকল মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সোহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ নাগ ও সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিকাশ সহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/০২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad