
শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারত যাওয়ার সময় ৫ জন নারী পুরুষ আটক হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে শার্শার কায়বা সীমান্তের ১৭/৭ এস ২২ আর পিলার আর পিলার এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ ও তিন জন নারী রয়েছে। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার ঝাড়– বিশ্বাস এর ছেলে মোঃ মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার এনামুল শেখ এর ছেলে আকাশ হোসেন (২৩) , মুন্সীগঞ্জ জেলার জালাল মোল্যার মেয়ে সালেহা আক্তার প্রিয়া,(২৭) ,ঢাকা জেলার হুমায়ুন তালুকদার এর মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোর জেলার তোতা মিয়ার মেযে সুফিয়া বেগম (৪৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান গোপন সংবাদ এর ভিত্তিতে জানা যায় যে, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করতে পারে। এ সংবাদ এর ভিত্তিতে রুদ্রপুর এলাকায় টহল দল ওৎ পেতে থেকে তারা ভারত যাওয়ার সময় আটক কওে বলে জানান । আটককৃতদের অবৈধ্য অনুপ্রবেশ মামলা দিয়ে শার্শা থানায় সোপদ্য করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:১৪