
মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী শার্শার রামচন্দ্রপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ কওছার মোড়লের ছেলে জুলফিকার আলী ভুট্রো(৩৫)। বুধবার দুপুরে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্রোর বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেটি গাঁজাসহ তাকে আটক করে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গোপনে সংবাদেও ভিত্তিতে জানতে পারি শার্শার রামচন্দ্রপুর গ্রামের মাদক ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্রো একটি বড় ধরনের মাদকের চালান পাচার করবে। এমন সংবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।তিনি বলেন আটক মাদক ব্যবসায়ী জুলফিকার আলি ভুট্রোর নামে মাদক আইনে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।
আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০৫