
ডেস্ক নিউজ : ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ পর্যন্ত কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করা হয়নি।
আজ সোমবার নির্বাচন ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা জানান।
সিইসি বলেছেন, “আমরা চেয়েছি আমাদের ওপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয় এই ধরণের ব্লেম যেন না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি। শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো।”
তিনি বলেন, নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করেছে। কমিশনও জনগণকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী বছরের রমজানের আগে যাতে নির্বাচন হয় এই অনুরোধ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন কমিশনের প্রস্তুতি নেই এ কথা যাতে না শুনতে হয় এজন্য কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে বলেও উল্লেখ করেন সিইসি।
চলমান মব কালচার নিয়ে রাষ্ট্রদূত তার কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, “মব কালচার যেটা উনি জানতে চেয়েছেন। আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা মব সৃষ্টি করে দেখবেন ভোটের সময় এলাকায় চলে যাবে। আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়। তাদের আর পাওয়া যাবে না।”
বৈঠকের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার কাছে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাইলে গুজব কানে না নেওয়ার পরামর্শ দেন সিইসি।
তিনি বলেন, “একটা কথা তিনি (চার্জ ডি অ্যাফেয়ার্স) ফাঁক দিয়ে বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি এই দেশটা গুজবের দেশ। আমি গুজব কানে না নিতে বলেছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা এ পর্যন্ত আমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করেননি, কোনো সিদ্ধান্তে প্রভাব খাটানোর চেষ্টা করেননি। একবারও বলেননি-এটা এভাবে করুন, ওটা ওভাবে করুন। তার দপ্তর থেকেও কোনো প্রকার প্রভাব আমরা পাইনি। বরং তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন। আমি নিজেই তাকে (ট্রেসি অ্যান জ্যাকবসন) বলেছি, আমরা শতভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছি।’
তিনি জানান, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে দেওয়া ঘোষণার পরদিনই আমরা চিঠি পেয়েছি। সেই চিঠিতে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছি। কাজ দ্রুততর করা হচ্ছে, যাতে যথাসময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।
কুইকটিভি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:১১