ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির ৩ উপকারিতা

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৫:৫০:১০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : মেথি শুধু চুলের যত্নেই নয়, রক্তে শর্করা নিয়ন্ত্রণেও কার্যকরী ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, ১৯৯০ সালে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল ২০ কোটি, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটিরও বেশি। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিন ব্যবহারজনিত সমস্যার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এই অবস্থায় খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন জরুরি হলেও প্রাকৃতিক কিছু উপাদানও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে। এর মধ্যে অন্যতম মেথি দানা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথির ৩ উপকারিতা

১. ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়

২০০৯ সালে Journal of Medicinal Food-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মেথি আটা দিয়ে তৈরি খাবার গ্রহণ করলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

২. হজম প্রক্রিয়া ধীর করে

ডায়েটিশিয়ান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. অর্চনা বাত্রা জানান, মেথি দ্রবণীয় আঁশে সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়া ধীর করে এবং কার্বোহাইড্রেট ও শর্করা শোষণ বিলম্বিত করে। ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। International Journal for Vitamin and Nutrition Research-এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, প্রতিদিন ১০ গ্রাম মেথি ভিজিয়ে খেলে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

৩. গ্লুকোজ শোষণ কমায়
Veterinary World-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, মেথি দানা অন্ত্রে গ্লুকোজ শোষণ কমায়, যা উচ্চ রক্তশর্করার ঝুঁকি হ্রাস করে এবং টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হয়।

কীভাবে খাবেন মেথি দানা?

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১০ গ্রাম মেথি দানা নিয়মিত ৪-৬ মাস সেবনে রক্তে শর্করার মাত্রা ও HbA1c উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সহজ পদ্ধতি:

রাতে আধা কাপ পানিতে ১ চা চামচ (প্রায় ৫ গ্রাম) মেথি ভিজিয়ে রাখুন।

সকালে সেই পানি পান করুন এবং দানাগুলো চিবিয়ে খান।

মেথির পার্শ্বপ্রতিক্রিয়া

গর্ভাবস্থায় অনিরাপদ: মেথি জরায়ু সংকোচন ঘটাতে পারে, তাই এসময় এড়িয়ে চলা উচিত।

হরমোন-সংবেদনশীল রোগে ক্ষতিকর: স্তন বা ডিম্বাশয়ের মতো হরমোন-নির্ভর ক্যানসারে মেথি উপযুক্ত নয়।

দেহের দুর্গন্ধ: কিছু মানুষের শরীরে মেপল সিরাপের মতো গন্ধ হতে পারে।

অ্যালার্জি: ফুসকুড়ি, ফোলা বা গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা হতে পারে।

ওষুধের সঙ্গে প্রভাব: ডায়াবেটিস বা রক্ত জমাট বাঁধা প্রতিরোধী ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নিয়মিত মেথি পানি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪৮

▎সর্বশেষ

ad