ড. ইউনূসের পরিচিতির বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

Anima Rakhi | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ - ০৪:৪০:১৭ পিএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) সকালে ‘ট্রাম্প টারিফ’ বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে।

প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। কিন্তু তাতে তারা সফল হয়নি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চাই। ইতোমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে।

তিনি বলেন, শুল্ক কমিয়ে ২০ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার। শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে। সেখানে রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন আলোচকরা।

প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশের থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সবশেষ গত ৩১ জুলাই সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

কুইকটিভি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad