
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে গত ১৫ আগস্ট বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ট্রাম্প জানান, সম্ভাব্য পুতিন–জেলেনস্কি বৈঠক এখন আলোচনায় রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।
যুদ্ধ শেষ করতে পুতিনের কী কী দাবি?
প্রথমত, ইউক্রেন যাতে কখনোই ন্যাটোতে যোগ না দেয়—এ প্রতিশ্রুতি কেবল মৌখিক নয়, বরং আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত ও অনুমোদিত করতে হবে।
দ্বিতীয়ত, রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করছে। এর অর্থ, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্কের যে অংশ এখনো কিয়েভের হাতে আছে, সেখান থেকেও সরে যেতে হবে।
রাশিয়া নিজেদের ভূখণ্ড দাবি করে দনবাসে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে—লুহানস্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপও অবৈধভাবে দখল করে নেয় মস্কো।
পুতিন এখনো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছেন বলে মনে হচ্ছে। ট্রাম্প বৈঠকের পর বলেছেন, তিনি যুদ্ধবিরতি নয়, বরং সরাসরি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোতে চান। এটি তার অবস্থানে বড় ধরনের পরিবর্তন বলেই মনে হচ্ছে।
আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১০:৩৩