রাঙামাটিতে মধ্যরাতে মাদক কারবারিসহ গ্রেফতার আট; ২০০ ইয়াবা উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ - ০৫:২৪:৪৭ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে মধ্যরাতে ইয়াবার আসরে হানা দিয়ে অন্তত ছয় মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলো ওয়াপদা কলোনীর বাসিন্দা কাজী আওয়াল আজমের সন্তান মাদক বিক্রেতা আশরাফুল আজম দিপু(৩৯); টিভি স্টেশনের রূপনগর এলাকার আহমদ নবীর সন্তান ইয়াবা ব্যবসায়ি মোবারক হোসেন জীবন।

অপর চার মাদকসেবি হলো; আব্দুল হালিম(৩২), মোরশেদ(২৩), আজিজুল হাকিম সাজু(২৪), তারেক(২০)।  আটককৃতদের মধ্যে বিক্রেতা দুইজনের কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।  

তিনি জানান, তবলছড়ির দুদক কার্যালয় সংলগ্ন এলাকায় মাদকের আসর বসে; স্থানীয় সোর্সের কাছ থেকে এমন তথ্য পায় পুলিশ। পরবর্তীতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় সোমবার দিবাগত রাত বারোটার সময় কোতয়ালী থানা পুলিশ উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়িসহ আরো চার মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি। এদিকে, সোমবার বিকেলে ওয়ারেন্টভূক্ত একজন ও চুরির অভিযোগে আরো একজনসহ সর্বমোট ৮জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad