রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত..

RAZ CHT | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ - ১১:৪৬:৫০ এএম

নিউজ ডেক্সঃ

রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে শনিবার (১৬ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ইউনিফায়েড জিওফিজিক্যাল সার্ভিস।

এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি শহর থেকে ৪৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যা ২৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।

এ অঞ্চলে গত ৩০ জুলাই একটি শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর পর থেকে প্রতিদিনই আফটারশক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ পর্যন্ত পৌঁছেছে।

কুইক এন  ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ সকালঃ ১১.৩৫

▎সর্বশেষ

ad