
অনলাইন নিউজ
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইনস্টাগ্রামে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করল মেটা। গতকাল (২৩ জুলাই) এক ঘোষণায় কোম্পানিটি জানায়, এই ফিচারগুলো মূলত টিনএজারদের জন্য চালু করা হলেও ‘টিন অ্যাকাউন্ট’ সুরক্ষার পরিধি আরও বাড়ানো হচ্ছে। এবার থেকে এসব সুরক্ষা প্রাপ্তবয়স্কদের পরিচালিত সেই অ্যাকাউন্টগুলোতেও প্রযোজ্য হবে, যেখানে শিশুদের ছবি বা ভিডিও নিয়মিত শেয়ার করা হয়। নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। এখন থেকে কিশোর ব্যবহারকারীরা যখন কাউকে মেসেজ করবে বা তাদের কেউ মেসেজ পাঠালে সেই অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে কবে যুক্ত হয়েছে (মাস ও সাল) তা স্পষ্টভাবে দেখা যাবে। একই সঙ্গে খুব সহজে সেই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধা থাকবে।
মেটা বলছে, ‘নতুন এই সতর্কতাগুলো আগের সেফটি (নিরাপত্তা) নোটিশের পরিপূরক। আমরা দেখতে পাচ্ছি, কিশোর ব্যবহারকারীরা এগুলোর যথাযথ ব্যবহার করছেন। শুধু জুন মাসেই ১০ লাখ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এবং সমানসংখ্যক রিপোর্ট করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৪ জুলাই ২০২৫/ দুপুর :১২.১০