আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকে হয়রানির অভিযোগ 

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৭:১০:১২ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল নামের এক বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এক কানাডা প্রবাসীর বিরুদ্ধে। বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী। এরআগে, গত শুক্রবার মিসেস মরিয়ম ইয়াসমিন নামের এক কানাডা প্রবাসী এই নেতার নামে থানায় একটি মিথ্যা মামলা করেন এমন অভিযোগ ভুক্তভোগীর। 

ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। বিএনপি নেতা ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত সরকারের আমলে অনেক মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়েছিলাম। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভেবেছিলাম স্বস্তিতে থাকব। ঠিক ওই সময়ে মামলাটি দায়ের করেন কানাডা প্রবাসী মরিয়ম ইয়াসমিন নামে এক ব্যক্তি যাহাকে আমি কখনও দেখেনি।

সে তার মামলায় অভিযোগে বলেছেন আমার নির্দেশে নাকি ওই ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমার কি টাকার এতই অভাব পড়েছে যে তার কাছে টাকা দাবি করেছি। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিকভাবে অর্থ-সম্পদের মালিক। দলের প্রয়োজনেও কখনও কারো কাছ থেকে চাঁদা অথবা অনুদান দাবি করিনি। অথচ, আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে একটি মহল। 

তিনি আরও  বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা রাজপথে ছিলো না, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই মহলের ইশারায় এ মিথ্যা মামলা করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ দেখাতে পারলে আর কখনো রাজনীতি করব না। যারা সমাজে অন্যায় করে, আমি তাদেরকেও সমর্থন করি না। অথচ, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা মামলা দিয়ে আমার সুনাম নষ্টের পায়তারা চালাচ্ছে। এটা শুধু আমার নয়,পুরো ধামসোনা ইউনিয়ন বিএনপির সম্মানহানি। আমি এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণ করবো এবং মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো। 

স্থানীয়রা বলেন, সম্প্রতিক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার কারণে একটি চক্র নানা চক্রান্তের মাধ্যমে তার জনপ্রিয়তা নষ্ট করার পায়তারা করছেন। ডাঃ দুলাল বিগত ১৭ বছর রাজনৈতিক কারণে বহু মামলা হামলার শিকার হয়েছেন। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে লায়ন সংগঠন এর নেতৃত্বে ছিলেন। তিনি কখনো কোন রকম সন্ত্রাস চাঁদাবাজি সাথে জড়িত ছিল না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে একটি মহল।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, আসাদুল্লাহ আহমেদ দুলাল একজন সৎ,নীতিবান ও আদর্শিক রাজনীতিবিদ। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করছে,তারা মূলত বিএনপির রাজনীতিকে দমন করার চেষ্টা করছে। যারা দুলালের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুশিয়ারী দেন তারা।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad