আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে এনসিপির নেতৃবৃন্দরা। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করেন তারা।

ব্লকেডে এসম উপস্থিত ছিলেন, ছাত্র সমাজের সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ন আহবায়ক লিখন, আদিল ও আপন সহ দুই শতাধিক নেতাকর্মী। এদিকে, একই কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করা হয়।
আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৮