ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

টিন্টেড সানস্ক্রিন কি সাধারণের মতোই কার্যকর?

Anima Rakhi | আপডেট: ৩১ মে ২০২৫ - ০৭:১৭:৩১ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : টিন্টেড সানস্ক্রিন হালের জনপ্রিয় একটি ময়েশ্চেরাইজার প্রোডাক্ট। যার মধ্যে রয়েছে এসপিএফের গুণাগুণ। যা দেবে ত্রুটিহীন সুরক্ষিত ত্বকের প্রতিশ্রুতি। সাধারণ সানস্ক্রিনের পরিবর্তে টিন্টেড সানস্ক্রিন ব্যবহারের সুবিধা হলো- এতে অতিরিক্ত উপাদান রয়েছে যা ত্বককে ইউভিএ, ইউভিবি এবং ত্বককে প্রভাবিত করে এমন সব ধরনের দৃশ্যমান আলো থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে।

টিন্টেড সানস্ক্রিন কী?

সাধারণ সানস্ক্রিন ক্ষতিকারক ইউভিএ এবং ইউভিবি রশ্মি থেকে সুরক্ষিত বা ক্ষতিকর দৃশ্যমান আলোকরশ্মি শনাক্ত করতে পারে না। এ ছাড়া নিত্যদিনের ব্যবহৃত মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকর আলো ত্বকের গভীরে প্রবেশ করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এমন সমস্যা নিমিষেই দূর করবে হালের এই সানস্ক্রিন।

এই সানস্ক্রিন ত্বকে সুরক্ষা স্তর তৈরি করে এবং ক্ষতিকর আলোকরশ্মিকে অবরুদ্ধ করে। ফলে পিগমেন্টেশন বাড়তে পারে না। এই সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাই অক্সাইডের উপস্থিতির কারণে ত্বকের উপরিভাগে আলাদা সুরক্ষা স্তর তৈরি করে, পাশাপাশি আপনার ত্বকে নিয়ে আসবে বাড়তি উজ্জ্বলতা। অর্থাৎ এটি ত্বকে সূর্যের আলো থেকে সুরক্ষার সঙ্গে সঙ্গে সমানভাবে ত্বকে আভা নিয়ে আসে।

টিন্টেড সানস্ক্রিনের উপকারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি অকাল বার্ধক্য তৈরি করে। এমন কি আমাদের নিত্যদিনের ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর ক্ষতিকারক আলোকরশ্মি ত্বকে হাইপার-পিগমেন্টেশন, কালচে দাগ, বলিরেখা এবং ত্বকের বার্ধক্যের সৃষ্টি করে। এ ক্ষেত্রে আয়রন অক্সাইড সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহারে সূর্যের ক্ষতিকর আলোকরশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে পারে। ডা. সোমা সরকার বলেন, যারা মেলাসমা, পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন এবং ফ্রেকলসের মতো পিগমেন্টেশনে ভুগছেন তাদের জন্য টিন্টেড সানস্ক্রিন আদর্শ।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন

ত্বক যদি অতিরিক্ত তেলতেলে হয় আর সঙ্গে ব্রণের সমস্যা থাকে, তাহলে মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য মিনারেল বেসড সানস্ক্রিনের চেয়ে ময়েশ্চারাইজিং টিন্টেড সানস্ক্রিন সেরা। এতে থাকা ভিটামিন-ই ও শিয়া বাটারের মতো উপাদান ত্বককে দিনভর আর্দ্র ও কোমল রাখবে। আর হ্যাঁ, সংবেদনশীল ত্বকের জেল ফরমুলার মিনারেল বেসড টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালাপোড়া ও দানাদানা সমস্যা এড়ানো সম্ভব।

কিউটিভি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৭:১৭

▎সর্বশেষ

ad