খুশকি দূর করা থেকে চুল পড়া রোধ—তরমুজ বীজের তেলের যত উপকারিতা

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৫ - ০৬:০০:১০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ও পুষ্টিকর ফল তরমুজ। শরীরের পানির ঘাটতি পূরণের পাশাপাশি এতে রয়েছে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। তবে শুধু ফল নয়, তরমুজের বীজও দারুণ উপকারী। অনেকেই তরমুজ খাওয়ার পর বীজ ফেলে দেন; অথচ এই বীজ থেকেই তৈরি হতে পারে এমন এক তেল, যা চুলের যত্নে দারুণ কার্যকর।

তরমুজের বীজের তেলের উপকারিতা:

• শুষ্ক ও রুক্ষ চুলে আর্দ্রতা ফিরিয়ে আনে।

• চুল পড়া কমায় এবং গোঁড়া মজবুত করে।

• মাথার ত্বকের শুষ্কতা দূর করে খুশকি হ্রাস করে।

• চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সহায়ক ভূমিকা রাখে।

• এতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল, যা চুলের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

তরমুজের বীজের তেল কীভাবে তৈরি করবেন

১. তরমুজের বীজ ভালোভাবে ধুয়ে রোদে বা শুকনো কড়াইয়ে হালকা আঁচে শুকিয়ে নিন।

২. বীজের খোসা ছাড়িয়ে তা পাউডারের মতো গুঁড়া করে নিন।

৩. সামান্য পানি দিয়ে আবার মিক্সিতে ব্লেন্ড করে মিশ্রণটি মসলিন কাপড়ে ছেঁকে তেল বের করে নিন।

৪. এবার কিছুটা নারকেল তেল হালকা গরম করে সেই ছাঁকা তেলের সঙ্গে মিশিয়ে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন।

ব্যবহারের পদ্ধতি

তরমুজের বীজের তেলের সঙ্গে দই, মধু, অ্যালোভেরা বা তরমুজের শাঁস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মিশ্রণটি চুলে ভালোভাবে মেখে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

প্রাকৃতিক ও সহজলভ্য এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল হবে স্বাস্থ্যজ্জ্বল, মজবুত ও উজ্জ্বল। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তরমুজ বীজের তেল পাওয়া গেলেও চাইলে ঘরেই এটি তৈরি করা যায়।

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৫৮

▎সর্বশেষ

ad