
স্পোর্টস ডেস্ক : সূচি অনুযায়ী, ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুটা হবে গলে, যেখানে ১৭ জুন শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর কলম্বোতে ২৫ জুন মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজের গুরুত্বও আলাদা।
টেস্ট সিরিজের পর কলম্বোতেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ জুলাই প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। এরপর পাল্লেকেলেতে হবে তৃতীয় ওয়ানডে, ৮ জুলাই। সব ম্যাচই দিবারাত্রির।

ওয়ানডের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতে প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ১৩ জুলাই ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। কলম্বোতে ১৬ জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজের মাধ্যমে সফর শেষ করবে বাংলাদেশ দল।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি
১ম টেস্ট – গল – ১৭-২১ জুন
২য় টেস্ট – কলম্বো – ২৫ থেকে ২৯ জুন
১ম ওয়ানডে – কলম্বো – ২ জুলাই
২য় ওয়ানডে – কলম্বো – ৫ জুলাই
৩য় ওয়ানডে – পাল্লেকেলে – ৮ জুলাই
২য় ওয়ানডে – কলম্বো – ৫ জুলাই
৩য় ওয়ানডে – পাল্লেকেলে – ৮ জুলাই
১ম টি-টোয়েন্টি – পাল্লেকেলে – ১০ জুলাই
২য় টি-টোয়েন্টি – ডাম্বুলা – ১৩ জুলাই
৩য় টি-টোয়েন্টি – কলম্বো – ১৬ জুলাই
২য় টি-টোয়েন্টি – ডাম্বুলা – ১৩ জুলাই
৩য় টি-টোয়েন্টি – কলম্বো – ১৬ জুলাই
কিউটিভি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩০