
আমিনুর রশীদ চৌধুরী রুমন, প্রতিনিধি, মৌলভীবাজার : পর্যটন নগর সম্ভাবনাময়, স্থান চিহ্নিতকরন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে পর্যটন শিল্প বিকাশের শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়। বুধবার (৫মার্চ) ২০২৫ খ্রিঃ মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করনীয় শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা, পুলিশ সুপার, কে. এম. জাহাঙ্গীর হোসেন পি.বি.এম.বার। অনুষ্ঠানের শুরুতে প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম কোরআন তেলাওয়াত এবং রাজস্ব শাখার পুলক দেব, গীতা পাঠ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক, (উন্নয়ন ও মানব সম্পদ) তানভীর হোসেন এর সঞ্চালনায় ও সহকারী কমিশনার (পর্যটন সেল) মোহাম্মদ আবিদ হোসেন সহযোগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জেলার বিভিন্ন দর্শনীয় স্থান প্রদর্শনী দেখানো হয়।
এসময় সেমিনারের মুক্ত আলোচনায় মতামত ও প্রস্তাবনা প্রদান করেন- জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, দৈনিক বাংলার দিনের সম্পাদক, বকশী ইকবাল আহমদ, এনটিভি’র স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ ইমাদ উদ্দিন, স্মার্ট ট্যুরিজমের স্বত্তাধিকারী ও নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ, লেমন গার্ডেন রিসোর্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর লায়ন এম, কে শাহিন সুলতান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, চা জনগোষ্টির প্রতিনিধি পরিমল সিং, বাড়াইক, খাসিয়া প্রতিনিধি পিলা পতমি, মনিপুরি প্রতিনিধি ভূবন সিং প্রমূক। উক্ত সেমিনারে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন সহ প্রশাসনের বিভিন্ন স্থরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩০