ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মালয়েশিয়ায় সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ

Ayesha Siddika | আপডেট: ০৬ মার্চ ২০২৫ - ০৫:০৯:৫১ পিএম

ডেস্ক নিউজ : হিফজুল কুরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। বিশ্ব দরবারে দেশের পতাকা উড়িয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবিহ পড়ানোর ক্ষেত্রেও বাংলাদেশি হাফেজদের অংশগ্রহণ কম নয়। পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ইমামতির আমন্ত্রণ পাচ্ছেন দেশের অসংখ্য হাফেজ।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইয়াসিন। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৯ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয়; ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল। ১৯৮২ সালে ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কুরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ইয়াসিনের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে অনেক খুশি ইয়াসিন। বিদেশের মাটিতে তিলাওয়াতের মাধ্যমে যেন বেশি বেশি করে কুরআনের মুগ্ধতা ছড়াতে পারেন; সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি গত বছরও ওই মসজিদে তারাবি পড়িয়েছেন।  হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ান প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

দুবাই আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২০১৭ সালে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক।

তরিকুল ঢাকার যাত্রাবাড়ী মারকাজুত তাহফিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়েছেন। তিনি কুরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেছার আহমদ আন নাশিরীর কাছ থেকে। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উচ্চকিত করা তরিকুলের স্বপ্ন।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad