ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাজশাহী পলিটেকনিকে ব্যাটারি মেইনটেনেন্স ও সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:৪৪:৪০ পিএম

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে “ব্যাটারি মেইনটেনেন্স ও সার্ভিস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, সমস্যা সমাধান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

ভেক্টর ইন্ডাস্ট্রিজের অভিজ্ঞ প্রশিক্ষকরা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসফিক আহমেদ চৌধুরী, পরিচালক, ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড,সভাপতিত্ব করেন মোঃ আবু হানিফ, অধ্যক্ষ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল আফসার ভূঁইয়া, প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান, ইলেকট্রো-মেডিকেল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,উইসুব আজহার, প্রধান প্রশিক্ষক, ইলেকট্রনিকস, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,এস.এম. আজম উল্লাহ, প্রশিক্ষক, ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষক, ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট,মোঃ তৌকির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড,াশাহনীম সাইফ রুহান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড মোঃ মোকারম হোসেন, ডিভিশনাল ইনচার্জ (রাজশাহী), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়মুন আহমেদ, এক্সিকিউটিভ অফিসার (রাজশাহী), ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা, চেয়ারম্যান, জিনাই ব্যাটারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুক্তাদির বিল্লাহ, হেড অব বিজনেস, ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রধান অতিথি তাসফিক আহমেদ চৌধুরী  বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো আমরা।” ভেক্টর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বক্তারা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এই কর্মশালায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad