ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাঁচা-মরার ম্যাচে আফগানদের ইংলিশ পরীক্ষা

Ayesha Siddika | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ - ১২:৩৭:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ‘বি’ গ্রুপের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ। দু’দলের পয়েন্ট ভাগ হওয়ার সুখবর সঙ্গী করে একই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। জমে উঠেছে ‘বি’ গ্রুপের লড়াই। সুযোগ কাজে লাগিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া আফগানিস্তান ও ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আলোচনার তুঙ্গে ছিলো আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচ। আফগানিস্তানে নারী অধীকার লঙ্গণের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ইসিবিকে অনুরোধ জানান ইংল্যান্ডের ৮০ জন রাজনীতিবিদ। তবে, রাজনীতির উত্তাপ ক্রিকেটে চায় না ইসিবি। তাই সে অনুরোধ নাকচ করে দয়ে বাটলাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড ৩৫১ রান করেও অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। বৃথাই গেছে বেন ডাকেটের সেঞ্চুরি। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের অফফর্ম ভোগাচ্ছে ইংলিশদের। পাশাপাশি বল হাতে একেবারেই ব্যর্থ ছিলেন মার্ক উড, জফরা আর্চাররা। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে দায়িত্ব নিতে হবে বোলারদের।

এ যাত্রায় জস বাটলারের বড় ভয় গেলো ওয়ানডে বিশ্বকাপে আফগানদের কাছে হারের তিক্ত স্মৃতি। ইনুজরিতে ছিটকে গেছে ব্রাইডন কার্স। তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রেহান আহমেদ। প্রতিপক্ষ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানের হার দিয়ে আসর শুরু করেছে। প্রধম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা। রহমত শাহ একাই লড়াই চালিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার ৯০ রান ছাড়া ব্যাটিংয়ে বিবর্ণ ছিলো আফগানিস্তান।

বল হাতে ফারুকি, ওমরজাই, নুর আহমেদ সবাই ছিলেন খরুচে। মোহাম্মদ নবি ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। বোলাররা দায়িত্ব নিয়ে পারফর্ম না করলে, ইংল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আফগানিস্তানকে। স্বস্তির খবর দলে নতুন কোনো ইনজুরি নেই। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় হাশমতউল্লাহ শহীদির দল।

এখন পর্যন্ত খেলা তিন ওয়ানডের প্রথম দুটিতে জয় আছে ইংলিমদের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে নিজেদের ফিরে পেতে চায় আফগানিস্তান।

 

 

কিউটিভি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad