
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সার ও বীজ মনিটরিং কমটিরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণসম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, চৌগাছা উপজেলা বিসিআইসি ডিলার সমিতির সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর,সাধারণ সম্পাদক আজিজুর রহমান,এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আমাদের সারের কোন সংকট নেই, ডিলার ও সাব ডিলারদের সতর্ক করে বলেন সার নিয়ে অস্থিরতার চেষ্টা করা হলে মোবাই কোর্টের অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে কেউ যদি অস্থিরতা তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিউটিভি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩