ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:০৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : গল টেস্টে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার এটি সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুধু শ্রীলংকার বিপক্ষেই নয়, এশিয়ার কোনো দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া গল টেস্ট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। 

এর আগে ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। টেস্টে এর চেয়ে বড় হার নেই শ্রীলংকার। এর আগে লংকানরা ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে হেরে যায়। গল টেস্টের প্রথম ইনিংসে উসমান খাজার ডাবল (২৩২), অধিনায়ক স্টিভ স্মিথের (১৪১) ও জশ ইংলিসের (১০২) সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৬৫৪ রান করে ইনিংস ঘোষণা করে। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ম্যাথু কুনম্যান ও নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসে ৫২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ম্যাথু কুনম্যান ৬৩ রানে ৫ উইকেট নেন। ৫৭ রানে ৩ উইকেট নেন নাথান লিয়ন। ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও শ্রীলংকার বিপর্যয় ঘটে। ম্যাথু কুনম্যান আর নাথান লিয়নের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৪.৩ ওভারে ২৪৭ রানে অলআউট হয় শ্রীলংকা। কুনম্যান ও লিয়ন ৪টি করে উইকেট ভাগাভাগি করেন। অস্ট্রেলিয়া ইনিংস ২৪২ রানে জয় লাভ করে। দলের জয়ে দুই ইনিংস মিলে ৯  উইকেট শিকার করে ম্যাচ সেরা হন্য ম্যাথু কুনম্যান।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad